Madhyamik Life Science Suggestion 2023

Madhyamik Life Science Suggestion 2023 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

Madhyamik Life Science Suggestion 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

Madhyamik Life Science  Suggestion 2023 যদি যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু full সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।

যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আশা করব সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।

Madhyamik Life Science Suggestion 2023 দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।

চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।

Madhyamik Life Science  Suggestion 2023

 

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2023
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্নউত্তর – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

  1. উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয় ? a. আলোর দিকে b. অভিকর্ষের অনুকুলে c. অভিকর্ষের প্রতিকুলে d. জলের প্রতিকূলে
    উত্তরঃ[b] অভিকর্ষে অনুকুলে হয়
  2. উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে ? a. কাণ্ড b. মূল c. পাতা d. আকর্ষ
    উত্তরঃ[b] মূল
  3. উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে – a. উদ্দীপনা b. সংবেদনশীলতা c. উত্তেজিতা d. সহনশীলতা
    উত্তরঃ[c] উত্তেজিতা
  4. সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন ? a. ফোটোট্রপিক b. ফোটোন্যাস্টিক c. থার্মোন্যাস্টিক d. নিকটিন্যাস্টিক
    উত্তরঃ[b] ফোটোন্যাস্টিক
  5. নীচের কোনটি মাছের জোড় পাখনা ? a. পৃষ্ঠ পাখনা b. পায়ু পাখনা c. বক্ষ পাখনা d. পুচ্ছ পাখনা
    উত্তরঃ[c] বক্ষ পাখনা
  6. মাছকে জলে ডুবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ ? a. পেশি b. পাখনা c. পটকা d. লঘুমস্তিস্ক
    উত্তরঃ[c] পটকা
  7. পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি ? a. 23 টি b. 12 টি c. 10 টি d. 22 টি
    উত্তরঃ[a] 23টি
  8. প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল – a. ক্ষণপদ b. সিলিয়া c. ফ্লাজেলা d. কর্ষিকাউত্তরঃ[b] সিলিয়া
    জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে – a. চলন b. সঞ্চালন c. গমন d. চলন ও গমন।
    উত্তরঃ[c] গমন
  9. সিলিয়ারি গতি দেখা যায় – a. প্যারামিসিয়ামে b. অ্যামিবায় c. ইউগ্লিনাতে d. কেঁচোতে
    উত্তরঃ[a]প্যারামিসিয়ামে
  10. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে ? – a. ব্যাং b. সাপ c. কেঁচো d. মাছ
    উত্তরঃ[d] মাছ
  11. বল ও সকেট সন্ধির উদাহরণ হল – a. হাঁটু সন্ধি b. কনুই সন্ধি c. ঊরু সন্ধি d. করোটির অস্থি সন্ধি
    উত্তরঃ[c] ঊরুসন্ধি
  12. হাতের বাইসেপস পেশি হল – a. ফ্লেক্সর পেশি b. এক্সটেনসর পেশি c. অ্যাবডাক্টর পেশি d. অ্যাডাক্টর পেশি
    উত্তরঃ[a] ফ্লেক্সর পেশি
  13. কোনটি রোটেটর পেশি ? a. পাইরিফরমিস পেশি b. ফ্রেক্সর পেশি c. ডেলটয়েড পেশি d. মায়োটোম পেশি
    উত্তরঃ[a] পাইরিফরমিস পেশি
  14. উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হল – a. কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা b. কাণ্ডের বৃদ্ধি ঘটানো c. মূলের বৃদ্ধি ঘটানো d. ফলের বিকাশ ঘটানো
    উত্তরঃ[a] কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা
  15. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ? a. ইথিলিন b. ফ্লোরিজেন c. কাইনিন d. অক্সিন
    উত্তরঃ[b] ফ্লোরিজেন
  16. উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল ? a. মূল b. পাতা c.কাণ্ড d.ফল
    উত্তরঃ[b] মূল
  17. উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন ? a. কাইনিন b. অক্সিন c. জিব্বেরেলিন d. ইথিলিন
    উত্তরঃ[c] জিব্বেরেলিন
  18. মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন্ হরমোন ? a. LTH b. STH c. ACTH d. GTH
    উত্তরঃ[a] LTH
  19. তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন ? a. অ্যাড্রিনালিন b. নন-অ্যাড্রিনালিন c. ইনসুলিন d. থাইরক্সিন
    উত্তরঃ[a] অ্যাড্রিনালিন
  20. স্ত্রীলোকদের স্তনগ্রন্দ্বির বিকাশ ঘটায় কোন হৱমোন ? a. STH b. থাইরক্সিন c. ইস্ট্রোজেন d. প্রোজেস্টেরন
    উত্তরঃ[d] প্রোজেস্টেরন
  21. উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন্ হরমোন ? a. সাইটোকাইনিন b. জিব্বেরেলিন c. কৃত্রিম অক্সিন d. কৃত্রিম জিব্বেরেলিন
    উত্তরঃ[a] সাইটোকাইনিন
  22. পত্রমোচন বিলম্বিত করে কোন্ হরমোন ? a. অক্সিন b. জিব্বেরেলিন c. কাইনিন d. ইথিলিন
    উত্তরঃ[c] কাইনিন
  23. গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে ? a. STH b. TSH c. থাইরক্সিন d. অ্যাড্রিনালিন
    উত্তরঃ[b] TSH
  24. নীচের কোনটি নিউরোট্রান্সমিটার নয় ?
    অ্যাড্রিনালিন b. নন-অ্যাড্রিনালিন c. অ্যাসিটাইলকোলিন d. STH
    উত্তরঃ[d] STH
  25. একটি স্টেরয়েডধর্মী হরমোন হল – a. থাইরক্সিন b. ইনসুলিন c. টেস্টোস্টেরন d. অ্যাড্যিনালিন
    উত্তরঃ[c] টেস্টোস্টেরন
  26. কোন গ্রন্থিকে মাস্টার গ্র্যান্ড বা প্রভুগ্রন্থি বলে ? a.অগ্ন্যাশয় b. থাইরয়েড c. পিটুইটারি d. পিনিয়াল বডি
    উত্তরঃ[c] পিটুইটারি
  27. নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়বেটিস ইনসিপিডাস রোগ হয় ? a. ACTH b.STH c. ADH d. GTH
    উত্তরঃ[c] ADH
  28. যে নিউরোন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কী বলে ? a.সংজ্ঞাবহ নিউরোন b.আজ্ঞাবহ নিউরোন c.সহযোগী নিউরোন d.কোনোটিই ঠিক নয়
    উত্তরঃ[a] সংজ্ঞাবহ নিউরোন
  29. স্নায়ুকোশের কোন অংশকে নিউরোসাইটন বলে ? a.অ্যাক্সনকে b.ডেনড্রনকে c.কোশদেহকে d.সমগ্র স্নায়ুকোশকে
    উত্তরঃ[c] কোশদেহকে
  30. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল – a.অপটিক b.অকিউলোমোটর c.ভেগাস d.অলফ্যাক্টরি
    উত্তরঃ[b] অকিউলোমোটর
  31. আমাদের হাসি-কান্না, ক্ষুধা-তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন্ অংশ ? a.থ্যালামাস b.হাইপোথ্যালামাস c.গুরুমস্তিষ্ক d.লঘুমস্তিষ্ক
    উত্তরঃ[b] হাইপোথ্যালামাস
  32. দূরের বস্তু দেখার সময় লেন্স – a.মোটা হয় b.পুরু হয় c.পাতলা হয় d.কোনোটিই ঠিক নয়
    উত্তরঃ[c] পাতলা হয়
  33. মানুষের দৃষ্টি হল – a.একনেত্র b.দ্বিনেত্র c.উভয় d. কোনোটিই নয়
    উত্তরঃ[b] দ্বিনেত্র
  34. ব্যাং এর দৃষ্টি হল – a.একনেত্র b.দ্বিনেত্র c.উভয় d.কোনোটিই নয়
    উত্তরঃ[a] একনেত্র
  35. অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন্ বিজ্ঞানী ? a.স্যার নিউটন b.আইভ্যান প্যাভলভ c. ড.খোরানা d.জগদীশ চন্দ্র বোস
    উত্তরঃ[b] আইভ্যান প্যাভলভ
  36. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ? a. লঘুমস্তিষ্ক b.গুরুমস্তিষ্ক c.থ্যালামাস d.হাইপোথ্যালামাস
    উত্তরঃ[c] থ্যালামাস
  37. লোভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে – a.গুরুমস্তিষ্ক b.লঘুমস্তিষ্ক c.সুষুম্নাশীর্ষক d.সুষুম্নাকাণ্ড
    উত্তরঃ[d] সুষুম্নাকাণ্ড
  38. নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে বলে – a.হিমোলিম্ফ b.লসিকা c.সেরিব্রোস্পাইনাল তরল d.নিউরোহিউমর
    উত্তরঃ[c] সেরিব্রোস্পাইনাল তরল
  39. চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটি হল – a.স্ক্লেরা b.কোরয়েড c.রেটিনা d.কর্নিয়া
    উত্তরঃ[a] স্ক্লেরা
  40. একটি লোকাল হরমোন হল – a. থাইরক্সিন b. অ্যাড্রিনালিন c. টেস্টোস্টেরন d. ইনসুলিন
    উত্তরঃ[c] টেস্টোস্টেরন
  41. ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ? a. আরশোলা b. মাছ c. ইউগ্লিনা d. প্যারামিসিয়াম
    উত্তরঃ[c] ইউগ্লিনা
  42. মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী – a. কোরয়েড b. ক্লেরা c. কর্নিয়া d. রেটিনা
    উত্তরঃ[d] রেটিনা

Madhyamik Life Science Suggestion 2023 অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2023 – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্নউত্তর – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

  • ভলভক্স এর আলোর দিকে গমন চলনের __ উদাহরণ ।
    উত্তরঃ[ফোটোট্যাকটিক]
  • __ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন
    উত্তরঃ[রেজোন্যান্ট রেকোর্ডার]
  • বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্ব পত্ৰক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হল এক প্রকার __ চলন ।
    উত্তরঃ[প্রকরণ]
  • সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হল __ ।
    উত্তরঃ[হেলিওট্রপিজম]
  • __ পেশার সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে ।
    উত্তরঃ[গ্যাস্ট্রোকনেমিয়াম]
  • মাছের __ ও শ্রোণিপাখনা হল জোড় পাখনা ।
    উত্তরঃ[বক্ষ পাখনা]
  • মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম __ |
    উত্তরঃ[মায়োটোম]
  • গমনে সক্ষম উদ্ভিদ হল __ ।
    উত্তরঃ[ভলভক্স]
  • সল জেল পরিবর্তনের সাহায্যে __ প্রাণীর গমন ঘটে ।
    উত্তরঃ[অ্যামিবা]
  • রোটেশন সাহায্যকারী পেশি হল __ |
    উত্তরঃ[পাইরিফরমিস পেশি]
  • অ্যামিবার গমন পদ্ধতি হল __ ।
    উত্তরঃ[অ্যামিবয়েড]
  • পাখির উড্ডয়ন দু-প্রকার __ ও __ ।
    উত্তরঃ[ফ্ল্যাপিং, গ্লাইডিং]
  • ক্ষণপদ __ গমন অঙ্গ ।
    উত্তরঃ[অ্যামিবার]
  • অস্থিসন্ধিগুলি __ বন্ধনি দ্বারা আবদ্ধ থাকে ।
    উত্তরঃ[লিগামেন্ট]
  • __ নামক প্রাণী গমনে অক্ষম ।
    উত্তরঃ[স্পঞ্জ]
  • হরমোনকে ___ সমম্বায়ক বলে।
    উত্তরঃ[রাসায়নিক]
  • উদ্ভিদ হরমোন ___ কলা থেকে উৎপন্ন হয় ।
    উত্তরঃ[ভাজক]
  • ডাবের জল ___ হরমোন থাকে।
    উত্তরঃ[কাইনিন]
  • প্রানী হরমোন ___ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।
    উত্তরঃ[অনাল]
  • ___ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন।
    উত্তরঃ[কাইনিন]
  • ___ হরমোন DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে।
    উত্তরঃ[সাইটোকাইনিন]
  • ___ হরমোন ক্লোরোফিল বিনষ্টিকরণ বিলম্বিত করে।
    উত্তরঃ[সাইটোকাইনিন]
  • ___ একটি গ্যাসীয় হরেমান।
    উত্তরঃ[ইথিলিন]
  • ___ এটি স্টেরয়েড হরমোন।
    উত্তরঃ[ইস্ট্রোজেন]
  • ___ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন।
    উত্তরঃ[FSH]
  • _ অন্তঃক্ষরা গ্রন্থি না হয়েও অন্তঃক্ষরা তন্ত্রের কার্য নিয়ন্ত্রন করে।উত্তরঃ[হাইপোথ্যালামা29. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় _ হরমোন।
    উত্তরঃ[জিব্বেরেলিন]
  • প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন ___ ।
    উত্তরঃ[অক্সিন]
  • ___ হল অ্যান্টি জিব্বেরেলিন হরমোন।
    উত্তরঃ[অ্যাবসিসিক অ্যাসিড]
  • ___ ঘনত্বে অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটায়।
    উত্তরঃ[বেশি]
  • থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের ___ রোগ হয়।
    উত্তরঃ[ক্রেটিনিজম]
  • ___ একটি প্রোটিন হরমোন।
    উত্তরঃ[ইনসুলিন]
  • ___ একটি অ্যামাইনো হরমোন।
    উত্তরঃ[থাইরক্সিন]
  • ___ একটি অ্যান্টিডায়াবেটিক হরমোন।
    উত্তরঃ[ইনসুলিন]
  • __ স্নায়ুকলার ধারক কোশ হিসেবে কাজ করে।
    উত্তরঃ[নিউরোগ্নিয়া]
  • _____ হল স্নায়ুকোশের বৃহৎ বহির্বাহী প্রবর্ধক।
    উত্তরঃ[অ্যাক্সন]
  • অ্যাক্সনের মায়োলিন সিদ্ ও নিউরোলেমার মধ্যে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার কোশকে বলে ____ কোশ।
    উত্তরঃ[সোয়ান]
  • স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ___ ও ___ স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত।
    উত্তরঃ[সমবেদী, পরাসমবেদী]
  • গুরুমস্তিষ্কের অর্ধগোলক দুটি ___ নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে।
    উত্তরঃ[করপাস ক্যালোসাম]
  • ___ হল মেনিনজেসের বাইরের স্তর।
    উত্তরঃ[ডুরাম্যাটার]
  • মস্তিষ্কের ফাঁপা স্থানকে ____ বলে।
    উত্তরঃ[ভেন্ট্রিকল]
  • __ -এর দ্বিনেত্রি দৃষ্টি দেখা যায়।
    উত্তরঃ[মানুষ]
  • উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোন হল ____ ।
    উত্তরঃ[জিব্বেরেলিন]
  • চক্ষুর বাইরের দিকে স্বচ্ছ স্তরটি হল __ ।
    উত্তরঃ[স্ক্লেরা]

Madhyamik Life Science Suggestion 2023 নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2023 – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্নউত্তর – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  1. বনচাঁড়াল উদ্ভিদ ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে পরিচিত । [F]
  2. বনচাঁড়ালের নিদ্রচলন দেখা যায় । [F]
  3. কুমড়ো গাছের কাণ্ডের রোমে সারকুলেশন দেখা যায় । [T]
  4. লজ্জাবতী উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায় । [F]
  5. Resonent Recorder জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন । [T]
  6. টপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় । [T]
  7. ভলভক্স শুষ্ক স্থান থেকে জলের দিকে গমন কেমোট্যাকটিক চলন । [F]
  8. কাণ্ডে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায় । [F]
  9. ইউগ্লিনা সিলিয়ার সাহায্যে গমন করে । [F]
  10. মাছের বক্ষ পাখনা জোড় পাখনা । [T]
  11. যে পেশি অস্থি সন্ধিতে দুটো অস্থিকে দূরে নিয়ে যায় তাকে এক্সটেনসর পেশি বলে । [T]
  12. ডানা দুটিকে প্রসারিত করে বাতাসে ভেসে থাকাকে গ্লাইডিং বলে । [T]
  13. অক্সিন ক্ষারীয় হরমোন। [F]
  14. IAA একটি কৃত্রিম হরমোন। [F]
  15. অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। [T]
  16. জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। [T]
  17. সাইটোকাইনিনের অপর নাম ফাইটোকাইনিন। [T]
  18. কাইনিন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। [T]
  19. অক্সেইন শব্দের অর্থ বৃদ্ধি হওয়া। [T]
  20. ACTH এর কম ক্ষরণে কুশিং রোগ হয়। [F]
  21. ইনসুলিন অ্যান্টিকিটোজেনিক হরমোন। [T]
  22. এপিনেফ্রিন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়। [F]
  23. থাইরক্সিনের প্রভাবে BMR বৃদ্ধি পায়। [T]
  24. নিউরোফাইব্রিল স্নায়ুকোশের সংকোচনে সহায়তা করে। [T]
  25. অ্যাক্সোপ্লাজমে নিজল দানা থাকে। [F]
  26. ডেনড্রনের শাখাকে ডেনড্রাইট বলে। [T]
  27. অপটিক স্নায়ু মিশ্র স্নায়ু। [F]
  28. সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। [T]
  29. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে মেনিনজেস বলে। [T]
  30. মানুষের মস্তিষ্কের পাঁচটি ভেন্ট্রিকল থাকে। [F]
  31. মানুষের প্রতিটি চোখে প্রায় 65 লক্ষ কোন কোশ থাকে। [T]
  32. স্নায়ুতন্ত্রের একক হল নেফ্রন। [F]
  33. অ্যাসিটাইল কোলিন একটি নিউরোট্রান্সমিটার। [T]
  34. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যায়। [T]

10th class  Life Science Suggestion 2023

তীয় জড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2023 – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১)
প্রশ্নউত্তর – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

  • টিউলিপ ফুল : থার্মোন্যাস্টি :: পদ্ম ফুল : ____ ।
    উত্তরঃ[ফোটোন্যাস্টি]
  • অ্যামিবা : সিউডোপপাডিয়া :: ইউগ্লিনা : ____ ।
    উত্তরঃ[ফ্ল্যিাজেলা]
  • সল ও জেল মতবাদ : অ্যামিবয়েড গমন :: মেটাক্রোনাল ছন্দ ____ ।
    উত্তরঃ[সিলিয়ারী গমন]
  • ফিমার : পায়ের অস্থি :: রেডিয়াস : ____ ।
    উত্তরঃ[হাতের অথি]
  • প্রাকৃতিক হরমোন : অক্সিন : : প্রকল্পিত হরমোন : ____ ।
    উত্তরঃ[ফ্লোরিজেন]
  • বামনত্ব : STH :: গয়টার : ____ ।
    উত্তরঃ[TSH]
  • অগ্রস্থ প্রকটতা : অক্সিন :: কাক্ষিক মুকুলের বৃদ্ধি : ____ ।
    উত্তরঃ[কাইনিন]
  • ভ্রূণমুকুলাবরণী : অক্সিন :: ডাবের জল : ____ ।
    উত্তরঃ[কাইনিন]
  • জিব্বেরেলিন : অ্যাসিটাইল CoA :: ইথিলিন : ____ ।
    উত্তরঃ[মিথিওনিন ]
  • প্রোটিন হরমোন : ইনসুলিন :: স্টেরয়েড হরমোন : ____ ।
    উত্তরঃ[ইস্ট্রোজেন]
  • মিশ্র গ্রন্থি : শুক্রাশয় :: বহিক্ষরা গ্রন্থি : ____ ।
    উত্তরঃ[লালাগ্রন্থি]
  • পুং গোনাড : শুক্রাশয় :: স্ত্রী গোনাড : ____ ।
    উত্তরঃ[ডিম্বাশয়]
  • বৃক্ক নিঃসৃত হরমোন : এরিথ্রোপোয়েটিন :: হৃৎপিণ্ড নিঃসৃত হরমোন : ____ ।
    উত্তরঃ[ANF]
  • ক্ষুদ্রতম অন্তঃক্ষরাগ্রন্থি : পিটুইটারি :: বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি : ____ ।
    উত্তরঃ[থাইরয়েড]
  • অ্যাড্রিনাল মেডালা : অ্যাড্রিনালিন :: অ্যাড্রিনাল কর্টেক্স : ____ ।
    উত্তরঃ[গ্লুকোকর্টিকয়েড]
  • ADH : ভেসোপ্রেসিন :: অক্সিটোসিন : ____ ।
    উত্তরঃ[পিটোসিন]
  • পিটুইটারির ওজন : 500 mg :: থাইরয়েডের ওজন : ____ ।
    উত্তরঃ[20 gm]
  • েরিব্রামের ভাঁজ : গাইরাস :: সেরিব্রামের খাঁজ : _____ ।
    উত্তরঃ[সালকাস]
  • সেরিব্রাম : করপাস ক্যালোসাম :: সেরিবেলাম : _____ ।
    উত্তরঃ[ভারমিস]
  • রড কোশ : মৃদু আলো :: কোন কোশ : _____ ।
    উত্তরঃ[উজ্জ্বল আলো ]
  • মায়োপিয়া : অবতল লেন্স :: হাইপারমেট্রোপিয়া : ____ ।
    উত্তরঃ[উত্তল লেন্স]
  • দূরবন্ধ দৃষ্টি : হাইপারমেট্রোপিয়া :: নিকট বন্ধ দৃষ্টি : ____ ।
    উত্তরঃ[মায়োপিয়া ]
  • গ্রাহক প্রবর্ধক : ডেনড্রন :: প্রেরক প্রবর্ধক : ____ ।
    উত্তরঃ[অ্যাক্সন]
  • প্রতিসারক মাধ্যম : লেন্স :: প্রতিবিম্ব গঠন ____ ।
    উত্তরঃ[রেটিনা]
  • সরল প্রতিবর্ত : সুষুম্নাকাণ্ড :: জটিল প্রতিবর্ত : ____ ।
    উত্তরঃ[মস্তিষ্ক]
  • রড কোশ : 110-125 মিলিয়ন :: কোন কোশ _____ ।
    উত্তরঃ[6-7 মিলিয়ন]
  • স্নায়ুতন্তু : এন্ডোনিউরিয়াম :: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : ____ ।
    উত্তরঃ[মেনিনজেস]
  • বৃহত্তম অক্ষিগাোলক : ঘোড়ার :: ক্ষুদ্রতম অক্ষিগোলক : ____ ।
    উত্তরঃ[বাঁদরের]
  • স্তন্যপায়ীদের করোটিয় স্নায়ু : 12 জোড়া :: মাছের করোটিয় স্নায়ু: ____ ।
    উত্তরঃ[10 জোড়া]

Madhyamik Life Science Suggestion 2023 বিসদৃশ শব্দটি বেছে লেখো : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2023 – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্নউত্তর – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

  1. কেমোন্যাস্টিক, কলসপত্রী, সন্ধ্যামালতি, সূর্যশিশির ।
    উত্তরঃ[সন্ধ্যামালতি]
  2. পদ্ম, সূর্যমুখী, ফোটোন্যাস্টিক, টিউলিপ ।
    উত্তরঃ[টিউলিপ]
  3. হিউমেরাস, টিবিয়া, আলনা, কারপাল ।
    উত্তরঃ[টিবিয়া]
  4. এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাক্টর, ফ্লেক্সন ।
    উত্তরঃ[অ্যাডাক্টর]
  5. পাইরিফরমিস পেশি, অ্যাডাকটর ম্যাগনাস, ল্যাটিসিমাস ডরসি, লংগাস ।
    উত্তরঃ[পাইরিফরমিস পেশি]
  6. লঘু মস্তিষ্ক, অর্ধবৃত্তাকার নালি, ভেস্টিবিউল, গুরু মস্তিষ্ক ।
    উত্তরঃ[গুরুমস্তিষ্ক]
  7. ভুট্টার সস্য, ডাবের জল, অঙ্কুরিত চারাগাছ, টম্যাটোর রস।
    উত্তরঃ[অঙ্কুরিত চারাগাছ]
  8. IAA, IBA, IPA, NAA ।
    উত্তরঃ[IAA]
  9. ট্রপিক চলন, ফুলফোটা, অগ্রন্থ প্রকটতা, মুকুললাম ।
    উত্তরঃ[ফুলফোটা]
  10. 2, 4-D, 2, 4, 5-T, GA, IBA ।
    উত্তরঃ[GA]
  11. গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ইনসুলিন, লন ইনসুলিন, সোমাটোস্টেটিন ।
    উত্তরঃ[অ্যাড্রিনালিন]
  12. GH, ADH, ইনসুলিন, FSHT ।
    উত্তরঃ[ইনসুলিন]
  13. ক্রেটিনিজম, মিক্সিডিমা, গয়টার, বামনত্ব ।
    উত্তরঃ[বামনত্ব]
  14. ভেগাস, অপটিক, ফেসিয়াল, ট্রাইজেমিনাল।
    উত্তরঃ[অপটিক]
  15. মায়োপিয়া, ক্যাটারাক্ট, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া।
    উত্তরঃ[ক্যাটারাক্ট]
  16. নিজল দানা, র‍্যানভিয়ারের পর্ব, সোয়ান কোশ, অ্যাক্সোপ্লাজম।
    উত্তরঃ[নিজল দানা]

এক কথায় উত্তর দাও : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2023
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্নউত্তর – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

  1. পরিবেশের যে সব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?
    উত্তরঃ উদ্দীপক বলে ।
  2. প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?
    উত্তরঃ কুমড়ো গাছের কাণ্ডের রোমে ।
  3. গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?
    উত্তরঃ ক্ল্যামাইডোমোনাস
  4. প্রকরণ চলন কোথায় দেখা যায় ?
    উত্তরঃ বনচাঁড়ালের পত্রকে ।
  5. উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?
    উত্তরঃ ন্যাস্টিক চলন ।
  6. উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলে ?
    উত্তরঃ ট্যাকটিক চলন ।
  7. তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্নতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?
    উত্তরঃ নিকটিন্যাস্টিক চলন ।
  8. ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?
    উত্তরঃ অ্যামিবার ।
  9. মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?
    উত্তরঃ শ্বেত রক্তকণিকা ।
  10. অ্যামিবার গমনকে কী বলে ?
    উত্তরঃ অ্যামিবয়েড গতি ।
  11. একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও ।
    উত্তরঃ মাছ মুখ্য জলজ প্রাণী ।
  12. একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।
    উত্তরঃ পায়রা মুখ্য খেচর প্রাণী ।
  13. একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও ।
    উত্তরঃ ডেলটয়েড পেশি।
  14. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?
    উত্তরঃ অ্যাডাকশন বলে।
  15. একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও ।
    উত্তরঃ ল্যাটিসিমাস ডরসি ।
  16. রোটেশন কাকে বলে?
    উত্তরঃ যে প্রক্রিয়ার দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন বলে ।
  17. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি ?
    উত্তরঃ ফিমার ।
  18. একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও ।
    উত্তরঃ ট্রাইসেপস ।
  19. কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?
    উত্তরঃ কৃত্রিম অক্সিন (2, 4-D)।
  20. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?
    উত্তরঃ সাইটোকাইনিন।
  21. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?
    উত্তরঃ জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন।
  22. জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।
    উত্তরঃ জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায়।
  23. উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন?
    উত্তরঃ অক্সিন।
  24. হরমোনের পরিণতি কী ?
    উত্তরঃ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।
  25. একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।
    উত্তরঃ থাইরোট্রফিক হরমোন বা TSH ।
  26. আয়োডিন কোন হরমোনের উপাদান ?
    উত্তরঃ থাইরক্সিন।
  27. প্রাণী হরমোনের উৎস কী ?
    উত্তরঃ এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি।
  28. একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?
    উত্তরঃ অ্যাড্রিনালিন।
  29. GH-এর পুরো নাম কী ?
    উত্তরঃ গ্রোথ হরমোন ।
  30. GTH এর পুরো নাম কী ?
    উত্তরঃ গোনাডোট্রফিক হরমোন।
  31. LH হয় পুরো নাম কী ?
    উত্তরঃ লিউটিনাইজিং হরমোন।
  32. LTH হয় পুরো নাম কী ?
    উত্তরঃ লিউটোট্রফিক হরমোন।
  33. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় ?
    উত্তরঃ অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন।
  34. GH এর কম ক্ষরণে কী রোগ হয় ?
    উত্তরঃ বামনত্ব বা ডোয়ারফিজম।
  35. GH এর অধিক ক্ষরণে কী রোগ হয় ?
    উত্তরঃ জাইগ্যানটিজম বা অতিকায়ত্ব।
  36. অ্যাক্রোমেগালি রোগ কী কারণে হয় ?
    উত্তরঃ STH এর অধিক ক্ষরণের ফলে হয়।
  37. কারক কাকে বলে ?
    উত্তরঃ যে সব অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কারক বা ইফেকটর বলে। যেমন—গ্রন্থি ও পেশি ।
  38. স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধকের নাম কী ?
    উত্তরঃ অ্যাক্সন ।
  39. অ্যাক্সনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখাগুলিকে কী বলে ?
    উত্তরঃ প্রান্তবুরুশ বলে ।
  40. একটি ইফারেন্ট স্নায়ুর (আজ্ঞাবহ স্নায়ু) উদাহরণ দাও ।
    উত্তরঃ অকিউলোমোটর স্নায়ু ।
  41. নিউরোন কত প্রকারের ?
    উত্তরঃ নিউরোন প্রধানত তিন প্রকারের, যথা—(i) সংজ্ঞাবহ নিউরোন, (ii) আজ্ঞাবহ নিউরোন ও (ii) সহযোগী নিউরোন।
  42. স্নায়ুতন্ত্রের একক কী ?
    উত্তরঃ স্নায়ুকোশ বা নিউরোন।
  43. একটি নিউরোহরমোনের উদাহরণ দাও।
    উত্তরঃ ভেসোপ্রেসিন বা ADH ।
  44. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কী কী?
    উত্তরঃ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড ।
  45. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকারের?
    উত্তরঃ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুপ্রকারের যথা- সমবেদী ও পরাসমবেদী ।
  46. গুরুমস্তিষ্কের কটি গোলার্ধ এবং কী কী?
    উত্তরঃ দুটি গোলার্ধ-বাম গোলার্ধ ও ডান গোলার্ধ ।
  47. সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূঁচালো অংশকে কী বলে?
    উত্তরঃ ফাইলাম টারমিনেল ।
  48. প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব উল্লেখ করো ।
    উত্তরঃ খেতে খেতে শ্বাসনালিতে কিছু আটকে গেলে বিষম খাওয়া বা কাশি হওয়া ।
  49. চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?
    উত্তরঃ রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ।
  50. লেন্স এর কাজ কী ?
    উত্তরঃ আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় ফোকাস সৃষ্টি করে ।
  51. ভিট্রিয়াস হিউমর কোথায় থাকে ?
    উত্তরঃ লেন্স-এর পশ্চাদ প্রকোষ্ঠে থাকে ।
  52. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদান কোনটি ?
    উত্তরঃ নিউরোন বা স্নায়ুকোশ ।
  53. লঘুমস্তিষ্কের গোলকদ্বয়ের সংযোজক কোনটি ?
    উত্তরঃ ভারমিস ।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Life Science Suggestion 2023 – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) প্রশ্নউত্তর – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

  • চলন বা সঞ্চালন কাকে বলে ?
    উত্তরঃ যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফুর্তভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গপ্রত্যঙ্গ সঙ্গালন করে তাকে চলন বা সঞ্চালন বলে ।
  • ট্রপিক ও ট্যাকটিক চলনের মূল পার্থক্য কী ?
    উত্তরঃ ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
  • জিওট্রপিক চলন কাকে বলে?
    উত্তরঃ উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে জিওট্রপিক চলন বলে । যেমন— উদ্ভিদের মূল অভিকর্ষের টানে মাটির গভীরে প্রবেশ করে ।
  • প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো ।
    উত্তরঃ প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য হল- (i) খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমন হয় । (ii) বাসস্থান খোঁজার জন্য প্রাণীদের গমন হয় ।
  • সিলিয়ারি গমন কাকে বলে ? উদাহরণ দাও ।
    উত্তরঃ সিলিয়ার আন্দোলনের সাহায্যে যে গমন তাকে সিলিয়ারি গমন বা সিলিয়ারি গতি বলে| যেমন -প্যারামিসিয়ামের গমন ।
  • মাছের গমনে পুচ্ছ পাখনার ভূমিকা কী ?
    উত্তরঃ পুচ্ছ পাখনা গমনকালে মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে ।
  • মানুষের গমনকালে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ ?
    উত্তরঃ মানুষের গমনকালে লঘুমস্তিষ্ক এবং কর্ণের অর্ধচন্দ্রাকার নালি ও অটোলিথ যন্ত্র দেহের ভারসাম্য রক্ষা করে ।
  • সচল অস্থিসন্ধি কাকে বলে? উদাহরণ দাও ।
    উত্তরঃ দুটি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে । যে সব অস্থিসন্ধি নড়াচড়া করতে পারে তাদের সচল অস্থিসন্ধি বলে। যেমন-হিপ সন্ধি, হাঁটু সন্ধি।
  • কব্জা সন্ধি কাকে বলে ? একটি উদাহরণ দাও।
    উত্তরঃ একটি অস্থির গোল প্রান্ত যখন অপর একটি অস্থির অর্ধগোলাকার অবতল অঙ্গে যুক্ত থাকে, তখন তাকে কব্জা সন্ধি বলে। হাঁটু সন্ধি, কনুই সন্ধি এই প্রকারের সন্ধি ।
  • হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য কী ?
    উত্তরঃ (i) হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্ত উৎসেচক ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। (ii) হরমোন অন্তঃক্ষরা কোশ থেকে নিঃসৃত হয়। কিন্তু উৎসেচক বহিঃক্ষরা কোশ থেকে ক্ষরিত ।
  • হরমোনের দুটি কাজ উল্লেখ করো ।
    উত্তরঃ (1) হরমোন জীবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। (2) হরমোন জীবদেহে যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে।
  • হরমোনকে রাসায়নিক দূত বলে কেন ?
    উত্তরঃ হরমোন কোশে কোশে রাসায়নিক বার্তা বহন করে তাই হরমোনকে রাসায়নিক দূত বলে।
  • সাইটোকাইনিনের দুটি কাজ বা ভূমিকা উল্লেখ করো ।
    উত্তরঃ (i) সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধির হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। (ii) পত্রমোচন বিলম্বিত করে এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে।
  • উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোনের নাম ও তার কাজ উল্লেখ করা ।
    উত্তরঃ উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোন হল ফ্লোরিজেন। এটি ফুল ফোটাতে সাহায্য করে।
  • অক্সিনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
    উত্তরঃ (1) অক্সিনের প্রবাহ সবসময় মেরুবর্তী (1) অক্সিনের ক্রিয়া অন্ধকারে ভালো হয়।
  • জিব্বেরেলিনের প্রধান কাজ কী ?
    উত্তরঃ জিব্বেরেলিনের প্রধান কাজগুলি হল খর্বাকার উদ্ভিদের বৃদ্ধি, কাক্ষিক মুকুলের পরিস্ফুটন এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করা।
  • অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে ? একটি উদাহরণ দাও ।
    উত্তরঃ যে স্থির ক্ষরিত বস্তু নালিপথের মাধ্যমে বাইরে আসে না, সরাসরি রক্তে মিশে যায়, তাকে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি বলে। যেমন পিটুইটারি, থাইরয়েড।
  • হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে কেন ?
    উত্তরঃ হরমোন উৎপাদক গ্রন্থির কোনো নালি থাকে না, ফলে এই গ্রন্থির ক্ষরিত রস (হরমোন) গ্রন্থিকলার বাইরে আসতে পারে তাই হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে।
  • প্রাণী হরমোনের ধর্ম কীরূপ ?
    উত্তরঃ হরমোন প্রোটিনধর্মী বা স্টেরয়েডধর্মী বা অ্যামাইনোধর্মী।
  • অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম কী ? এটি কোথায় অবস্থিত ?
    উত্তরঃ অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম সুপ্ৰারেনাল গ্রন্থি। এটি বুকের ওপর অবস্থিত।
  • হাইপো ও হাইপারগ্লাইসিমিয়া কাকে বলে ?
    উত্তরঃ রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক অপেক্ষা কমে গেলে তাকে হাইপোগ্লাইসিমিয়া এবং শর্করার পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বেশি হলে তাকে হাইপারগ্লাইসিমিয়া বলে।
  • কখন মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয় ? ওই অবস্থাকে কী বলে ?
    উত্তরঃ যখন 100 সিসি রক্তে শর্করার পরিমাণ 18০ মিগ্রা হয়, তখন মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয় ওই অবস্থাকে গ্লুকোসুরিয়া বলে।
  • নিওপ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস কাকে বলে ?
    উত্তরঃ করা ছাড়া প্রোটিন, ফ্যাট ইত্যাদি উপাদান থেকে গ্লাইকোজেন বা গ্লুকোজ উৎপাদনকে নিওপ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলে।
  • অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলার কারণ কী ?
    উত্তরঃ অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ায় একে মিশ্রগ্রন্থি বলা হয়।
  • শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিঃসৃত একটি করে হরমোনের নাম ও তাদের কাজ উল্লেখ করো ।
    উত্তরঃ শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন, যা পুরুষদেহে গৌণ যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে। ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন, যা নারীদেহে গৌণ
    যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে।
  • অ্যাড্রিনালিনের উৎস ও কাজ উল্লেখ করো ।
    উত্তরঃ অ্যাড্রিনালিন অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা থেকে নিঃসৃত হয়। খাড়া হতে সাহায্য করে। এই হরমোন অণুর গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে এবং ত্বকের রোম খাড়া হতে সাহায্য কর।
  • শুক্রাশয় কোথায় অবস্থিত ?
    উত্তরঃ শুক্রাশয় পুরুষ মানুষের দেহগহ্বরের বাইরে ফ্লোটাম নামক থলির মধ্যে অবস্থিত।
  • ADH-এর পুরো নাম উৎস ও কাজ উল্লেখ করো ।
    উত্তরঃ ADH- এর পুরো নাম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এর উৎস পিটুইটারির পশ্চাদভাগ। এটি বৃক্কীয় নালির পুনঃশোষণে। সহায়তা করে।
  • মিশ্র স্নায়ু কাকে বলে ? এর উদাহরণ কী ?
    উত্তরঃ যে স্নায়ু সেনসরি ও মোটর উভয় নিউরোন দিয়ে গঠিত, তাকে মিশ্র স্নায়ু বলে। যেমন—ভেগাস স্নায়ু ।
  • স্নায়ুর কাজ কী ?
    উত্তরঃ স্নায়ুর কাজ হল-(i) রিসেপটর বা গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করা এবং (ii) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়াকে কারক অঙ্গে প্রেরণ করা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *