Madhyamik Geography Full Suggestion 2023
Madhyamik Geography Full Suggestion 2023 | Class 10 Geography Full Suggestion 2023 যদি যদি কোন কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা এই যে সাজেশন তৈরি করে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই কিন্তু পুলিশ সাজেশনটা আপনারা কমপ্লিট করে নেবেন কারণ সমস্ত প্রশ্ন মাথায় রেখে এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে নিচে পিডিএফও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা পিডিএফ তাকে করে নেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।
যদি কারো কোন কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে ক্লিক করে কমেন্ট করে দেবেন তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কার কোথায় অসুবিধা রয়েছে বা সুবিধা হচ্ছে।
আশা করব সম্পূর্ণ সাজেশনটা তোমাদের খুব কাজে আসবে তাই অনেক কষ্ট করে এই সাজেশনটা বানানো হয়েছে।
২০২৩ এর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই অংকে সাজেশনটা তৈরি করা হয়েছে। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের যদি আরও কোন সাজেশন লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সার্চ বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন দেখবেন তার উত্তর নিচে আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত সাবজেক্টের সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ওয়েব পেজটাকে বুক মার্ক করে রাখুন তাতে তোমাদের সুবিধা হবে।
চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিকম চ্যানেলের লিংক নিচে দেওয়া রয়েছে ধন্যবাদ।
Madhyamik Geography Full Suggestion 2023
“বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ”
মান 5
- নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো।
- পৃথিবীব্যাপী জলবায়ুপরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে তা উদাহরণ সহ আলোচনা করো।
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরন দাও। ****
- হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ গুলি চিত্রসহ বর্ণনা করো।
- বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।
- বিভিন্ন প্রকার বালিয়াড়ির শ্রেণীবিভাগ আলোচনা করো।
মান 3
- নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।*
- নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্যকরে?
- জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশ গুলি কি কি?
- কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ ঘটে?**
- অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় ?*
- পলোল ব্যজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হয়?
- নদীর নিম্নভূমিতে প্লাবনভূমি সৃষ্টি হতে দেখা যায় কেন?
- নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন ব্যাখ্যা করো।**
- সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন?
- ‘নদীর পার্বত্য প্রবাহে ‘V’ ও ‘I’ আকৃতির উপত্যাকায় গঠিত হয় ‘-যুক্তি সহকারে ব্যাখ্যা করো।
- হিমবাহ উপত্যকার আকৃতি’ ‘U’এর মত হয় কেন?
- ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়?
- ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন?
- পার্থক্য লেখ – অবরোহন ও আরোহন, আবহবিকার ও ক্ষয়ীভবন, গিরিখাত ও ক্যানিয়ন, রসে মতানে ও ড্রামলিন, পলল শঙ্কুও বদ্বীপ, বার্খান ও সিফ বালিয়াড়ি,অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি, জিউগেন ও ইয়ারদাং, বার্খান ও ইয়ারদাং,ক্যাটারাক্ট ও কাসকেড, পার্বত্য হিমবাহ ও মহাদেশীয় হিমবাহ, পেডিমেন্ট ও বাজাদা।
- টীকা লেখ: বার্খান
- গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়?
- ‘অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়’- ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
- হিমরেখা সর্বত্র ও সর্বকাল স্থায়ী হয় না কেন?
- বায়ুর বহন ও ক্ষয়কার্যের প্রক্রিয়া গুলি কি কি?
- মরুদ্দ্যান কিভাবে সৃষ্টি হয়?
- মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় উল্লেখ করো।
- মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের দুটি শর্ত উল্লেখ করো । অথবা উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো।
বায়ুমণ্ডল
মান 5
- ওজোন স্তর ধ্বংসের কারণ ও ফলাফল গুলি লেখ?*
- বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো **
- বায়ুমন্ডলে বায়ুচাপের তারতম্যের কারণ গুলি কি কি?*
- নিরক্ষীয় জলবায়ুঅঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?
- ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ?
- সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো? এর প্রভাব গুলি লেখ?
- জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখ? এর ফলাফল বর্ণনা করো?
- পৃথিবী, চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার-ভাটা কে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো?
মান 3
- সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ?
- নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্জা সৃষ্টি হয় কেন?
- ভরা কটাল ও মরা কটাল এর চিত্রসহ পার্থক্য নিরূপণ করো?
- পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন?
- নদীতে বান আসার তিনটি কারণ লেখ?
- পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন?
- প্রতিদিন একই স্থানে জোয়ার ভাটা হয় না কেন?
- গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষে প্রসিদ্ধ কেন?
- ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন ? অথবা, ভরা কটাল ও মরা কটাল কিভাবে ঘটে চিত্র সহ লেখ?
- মগ্ন চড়ার বাণিজ্য গুরুত্ব গুলি লেখ?
“বর্জ্য ব্যবস্থাপনা”
মান 3
- দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখ।
- বর্জ্য পৃথকীকরণ অথবা ভরাট করন অথবা কম্পোস্টিং অথবা স্ক্রাবার এর প্রয়োজনীয়তা বা সুবিধাগুলি লেখ।
- ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। অথবা বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে কেন?
- ভাগীরথী – হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখ। অথবা ভাগীরথী হুগলি নদীর জীব-বৈচিত্র হ্রাস এর বর্জ্য পদার্থের ভূমিকা কি ?
- পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সম্বন্ধে লেখ।
- প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো।
- বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি গুলি লেখ।
- কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি গুলি কি কি?
- তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি?
- গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি?
- পার্থক্য লেখ – তরল ও কঠিন বর্জ্য, বিষাক্ত ও বিষহীন বর্জ্য, বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ জৈব ভঙ্গর ও ুজৈব অভঙ্গরু বর্জ্য।
- বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এর নাম লেখ।
- বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়?
- বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা কি?
“ভারতের প্রাকৃতিক পরিবেশ”
মান 5
- দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়এর শ্রেণীবিভাগ করো।
- পশ্চিম/পূর্বহিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। ***
- উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য লেখ।
- ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখ।
- ভারতের জলবায়ুনিয়ন্ত্রক গুলি বর্ণনা করো।
- মাটির শ্রেণীবিভাগ করে যেকোনো দুই প্রকারের বিবরণ দাও।
- স্বাভাবিক উদ্ভিদ কত প্রকার ও কি কি যেকোনো দুটি সম্পর্কে বিশদে আলোচনা করো।
- ভারতের মত্তিৃ কা অঞ্চলের শ্রেণীবিভাগ করো এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের শ্রেণীবিভাগ করে যেকোনো দুই প্রকার অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। ****
- ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।
- ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখ।
- ভারতে জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি গুলি আলোচনা করো।
মান 3
- দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো।
- ভারতীয় জনজীবনে হিমালয় এর প্রভাব আলোচনা করো। হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
- পার্থক্য লেখ: পূর্বহিমালয় ও পশ্চিম হিমালয়, ভাঙ্গড় ও খাদার, মালনাদ ও ময়দান।
- দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্কে আলোচনা করো।
- গঙ্গা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো।
- উত্তর বাহিনী নদী গুলো বন্যাপ্রবণ কেন?
- ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন?
- নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন?
- দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন?
- ভৌম জলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে – যুক্তিসহ ব্যাখ্যা দাও।
- বহুমুখী পরিকল্পনা বলতে কি বোঝো এর উদ্দেশ্য লেখ।
- উত্তর ভারতের সমভূমি তে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন?
- দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন?
- বষ্টিৃ র জল সংরক্ষণ এর পদ্ধতি গুলি লেখ।
- ভারতের চেরাপুঞ্জি ও মৌসিনরাম অঞ্চলে সবচেয়ে বেশি বষ্টিৃ পাত হয় – তোমার যুক্তি দেখাও।
- করমন্ডল উপকূলে বছরে দুবার বষ্টিৃ পাত হয় কেন?
- ভারতে খরা বন্যার প্রাদুর্ভাব ঘটে কেন?
- ভারতের মত্তিৃ কা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখ।
- মত্তিৃ কা ক্ষয় প্রতিরোধের উপায় গুলি কি কি?
- মত্তিৃ কার স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক – ব্যাখ্যা করো।
- বন সংরক্ষণের পদ্ধতি গুলি লেখ?
- সামাজিক বনসৃজন এর প্রয়োজনীয়তা কি?
“ভারতের অর্থনৈতিক পরিবেশ”
মান 5
- গম, চা, কফি, কার্পাস, আখ চাষের অনুকূল পরিবেশ গুলি লেখ।****
- ভারতে কৃষির সমস্যা ও সমাধান গুলি উল্লেখ করো।
- ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখ প্রয়োজন হয় কেন?
- পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা ও সমাধান গুলি কি কি?
- পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি?
- কার্পাস ও পেট্রোল রসায়ন, ইঞ্জিনিয়ারিং শিল্পের গড়ে ওঠার কারণ লেখ।
- ভারতের অসম জনগণের কারণ আলোচনা করো। ****
- ভারতের নগরায়নের সমস্যা গুলি সম্পর্কে আলোচনা করো।
- ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণ গুলি আলোচনা করো।
- ভারতের দ্রুতহারে জনসংখ্যা বদ্ধিৃ র কারণ গুলি লেখ।
- পরিবহনের গুরুত্ব লেখ।
মান 3
- ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ?
- পার্থক্য লেখ: খারিফ শস্য ও রবি শস্য, ধাপ চাষ ও ফালি চাষ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।
- জায়িদ শস্য কি বৈশিষ্ট্য লেখ।
- ধান, পাট, গম, ইক্ষু, চা চাষের অসুবিধা গুলি লেখ।
- সবুজ বিপ্লব বলতে কী বোঝো? এর সুফল ও কুফল গুলি লেখ।
- পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো।2017,2020
- উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন?
- উত্তর-পূর্বভারতে চা চাষে উন্নত কেন?
- দক্ষিণ ভারত কপি চাষে বিখ্যাত কেন?
- কাকে কেন ভারতের রূঢ় বলা হয়?
- আমেদাবাদ কে ভারতের ম্যানচেস্টার বলে কেন? আমেদাবাদে কার্পাস বয়ন শিল্পের এক দেশী ভবনের কারণগুলি কি কি?
- দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার তিনটি কারণ সংক্ষেপে লেখ।
- ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো?
- পূর্বভারতে বস্ত্র শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি?
- ভারতের কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যা লেখ।
- তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্র শিল্প গড়ে ওঠার কারণ কি?
- তথ্যপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখ?
- ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। 2019
- জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন?
উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র
মান 3
- ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ।
- উপগ্রহ চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ।
- ভূবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখ। 2017
- ভূবৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলের উল্লেখ করো। 2020,2017
- পার্বত্য অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখ।
- দূর সংবেদন কি? এর সুবিধা ও অসুবিধা গুলি লেখ। 2019
- ভগ্নাংশসূচক স্কেলের (RF) ব্যবহার উল্লেখ করো।
- উপগ্রহ চিত্রের সুবিধা গুলো কি কি?
- পার্থক্য লেখ- ভূবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র, জিওস্টেশনারি ওসান সিনক্রোনাস উপগ্রহ,
- ভূবৈচিত্রসূচক মানচিত্র সিরিজ গুলি কি কি?
- স্কেলের ব্যবহার অনুযায়ী যেকোনো 2 ধরনের ভূবৈচিত্রসূচক মানচিত্রের চারটি বৈশিষ্ট্য লেখ। 2020
- মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরীর পদ্ধতি পর্যায় গুলি বর্ণনা করো।
পর্ষদ নমুনা প্রশ্ন
- দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ুপ্রবাহ কিভাবে জেট বায়ুদ্বারা প্রভাবিত হয়? (পর্ষদ নমুনা প্রশ্ন)
- পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো?* অথবা,বায়ুর চাপ বলয় দ্বারা কিভাবে আয়ন বায়ুও পশ্চিমা বায়ুর প্রবাহ নিয়ন্ত্রিত হয় চিত্রসহ ব্যাখ্যা
করো.(পর্ষদ নমুনা প্রশ্ন) .অথবা, পশ্চিমা বায়ুও মেরু বায়ুসঙ্গে বায়ুচাপ বলয় গুলির সম্পর্ক ব্যাখ্যা করো.
2017
- বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ গুলি লেখ? অথবা, বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো.***(পর্ষদ নমুনা প্রশ্ন) অথবা, মেঘাচ্ছন্নতা কিভাবে বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে? বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়ন এর ভূমিকা ব্যাখ্যা করো.(পর্ষদ নমুনা প্রশ্ন)
- বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব গুলি আলোচনা করো?
2018
- পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ গুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো?
- ক্রান্তীয় মৌসুমী জলবায়ুঅঞ্চলের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?
2019
- চিত্রসহ শৈলোৎক্ষেপ ও পরিচালন বষ্টিৃ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো? (পর্ষদ নমুনা প্রশ্ন) অথবা,বষ্টিৃ পাতের শ্রেণীবিভাগ করো এবং যেকোনো দুই ধরনের বষ্টিৃ পাত চিত্রসহ বর্ণনা করো?**
- পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির সৃষ্টির কারণ গুলি আলোচনা করো? (পর্ষদ নমুনা প্রশ্ন) অথবা, নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো?
2020
- ভূ মধ্যসাগরীয় জলবায়ুঅঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো?** (পর্ষদ নমুনা প্রশ্ন)
- তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো?**অথবা,বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো? (পর্ষদ নমুনা প্রশ্ন) মান 3
- জেট বিমান গুলি বায়ুমন্ডলের কোন স্তরের ভেতর দিয়ে যাতায়াত করে এবং কেন?*
- ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার এর মধ্যে পার্থক্য লেখ?**
- মেঘাচ্ছন্ন রাত্রি তু লনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন?*
- বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? এর কারণ ও প্রভাব লেখ?**
- ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ?
- নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বষ্টিৃ হয় কেন?*
- বষ্টিৃ চ্ছায় অঞ্চল কাকে বলে? এটি কিভাবে সৃষ্টি হয়? উদাহরণ দাও? **
- বায়ুমণ্ডলের ধূলিকণার গুরুত্ব লেখ?
- ট্রপোস্ফিয়ার কে ক্ষুব্দমন্ডল বলা হয় কেন
- ট্রপোস্ফিয়ারের উচ্চতা বদ্ধিৃ র সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?**2018
- উষ্ণ মরু অঞ্চলে দিনের বেলায় প্রচন্ড উত্তাপ এবং রাতের বেলায় উত্তাপ কম থাকে কেন?**
- জলভাগ এর তু লনায় স্থলভাগ তাড়াতাড়ি গরম হয় কেন?*
- সমোষ্ণরেখা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ? *
- নিয়তবায়ূবলয় গুলি স্থান পরিবর্তন করে কেন?
- বায়ুচাপ বলয় গুলি স্থান পরিবর্তন করে কেন?
- আবহাওয়ার ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ?
- সমুদ্র বায়ুও স্থল বায়ুর পার্থক্য লেখ?2017**
- সমচাপ রেখা কাকে বলে?এর বৈশিষ্ট্য লেখ?
- আয়ন বায়ুর গতিপথে মহাদেশ সমূহের পশ্চিমভাগে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন?
- নিরপেক্ষ আদ্রতা ও আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য লেখ?
- পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বষ্টিৃ পাত ঘটে কেন?*